চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার (১১জানুয়ারী) দিবাগত মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু, ১টি একনালা বন্দুক এবং ৩ রাউন্ড কার্তুজ।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইখা