কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া নোয়াখালী পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়।
নিহত তরুণী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা ছিদ্দিকের মেয়ে সুমাইয়া (১৮)।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস স্থানীয়দের বরাতে সময়ের কণ্ঠস্বর–কে বলেন, মানবপাচারকারী চক্রের সদস্যরা অবৈধ পন্থায় মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বেশ কয়েকজন নারী-পুরুষকে একটি ঘরে জমায়েত করেছিল।
শুক্রবার মাগরিবের নামাজের পর গহীন পাহাড় থেকে হঠাৎ করে নেমে আসা অস্ত্রধারী অপহরণ চক্রের একটি গ্রুপ বসতবাড়িতে জমায়েত করা মালয়েশিয়াগামী ভিকটিমদের কেড়ে নেওয়ার চেষ্টা করলে উভয় সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ছুটে আসা গুলিতে সুমাইয়া নামে ওই তরুণী নিহত হন বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বর–কে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী ডাকাত দল ও মানবপাচারকারী চক্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
ডাকাত দলের ছোড়া গুলিতে পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী মো. ছিদ্দিকের মেয়ে সুমাইয়া আক্তার বুকে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণীর পিতা মো. ছিদ্দিক আহমদ গণমাধ্যমকর্মীদের জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ডাকাত দলের ছোড়া একটি গুলি তার মেয়ের বুকে এসে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি তার মেয়েকে হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বর–কে বলেন, অস্ত্রধারী দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একটি বসতবাড়িতে গুলি এসে মেয়েটি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এনআই