ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার(১৬ জানুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল হক এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে রিপন (২২) এবং একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোতালেব (৩৪)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল হক জানান, দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে আবাদি জমি থেকে টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক্টর দুটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই