এইমাত্র
  • জামায়াত নেতা নিহত হওয়ার পর ঝিনাইগাতীতে ইউএনও–ওসি প্রত্যাহার
  • ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন
  • জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
  • চতুর্থবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’ অধ্যাদেশ ২০২৬ জারি
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে উপজেলা বিএনপির সহ-সভাপতির পদত্যাগ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

    বরিশালে উপজেলা বিএনপির সহ-সভাপতির পদত্যাগ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

    বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে জননন্দিত এই নেতা তার দীর্ঘ ৪০ বছরের বিএনপি রাজনীতির ইতি টানলেন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের আবেদনের কপি পোস্ট করার পর বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সকালে তিনি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জেলা বিএনপির সদস্য এবং উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছেন।

    অব্যাহতিপত্রে পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন— দীর্ঘ চার দশক ধরে তিনি সুনাম ও নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। এই দীর্ঘ সময়ে রাজনীতি করতে গিয়ে তিনি মামলা-হামলা, জেল, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন; তাই দল থেকে পদত্যাগ করেছেন।

    এ ব্যাপারে গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এদিকে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির দায়িত্বশীল কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    উল্লেখ্য, গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার এর আগে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তবে সেই কাউন্সিলে তাকে ২ নম্বর সহ-সভাপতি পদ দেওয়া হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…