এইমাত্র
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’ অধ্যাদেশ ২০২৬ জারি
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

    আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

    ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

    এ সিদ্ধান্তের ফলে ব্যক্তি করদাতারা কোনো জরিমানা ছাড়াই ওই তারিখ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। চলতি অর্থবছরে আগে দুই দফায় এক মাস করে সময়সীমা বাড়ানো হয়েছিল। 

    সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে হয়। তবে অনলাইন ব্যবস্থার চাপ, করদাতাদের প্রস্তুতির সময় ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছর এনবিআর একাধিকবার সময়সীমা বাড়াতে হয়।

    এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে টিআইএনধারী ব্যক্তির সংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। বাকি করদাতাদের উৎসাহিত করতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অনলাইনে রিটার্ন দাখিলের নিয়ম

    অনলাইনে রিটার্ন দিতে করদাতাদের এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া সম্ভব। 

    এক্ষেত্রে কোনো কাগজপত্র আপলোড করার প্রয়োজন নেই, তবে রিটার্নে ব্যবহার করা ডকুমেন্ট সংরক্ষণ রাখার পরামর্শ দিয়েছে এনবিআর। ভবিষ্যতে নিরীক্ষা বা অন্যান্য প্রয়োজনে এগুলো কাজে লাগতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কর পরিশোধেরও সুবিধা রাখা হয়েছে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…