পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ দলীয় ঐক্যজোটের তিন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝিবাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও ৭ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) গুরুতর জখম হন। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের পক্ষে নতুনপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় ‘ধানের শীষের’ সমর্থক হিসেবে পরিচিত জাফর মল্লিক, দেলোয়ার মল্লিক, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারণায় বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। হামলার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আহতরা।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থকরা।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ঘটনায় আহতরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই