দিনাজপুরের ৬ টি সংসদীয় আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে মোতায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) দিনাজপুর শহরের কাদের বকস মেমোরিয়াল কলেজিয়েট হাই স্কুল চত্বরে ৪২ বিজিবি পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আব্দুল্লাহ আল মঈদ।
তিনি বলেন, বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার বা অন্য কোনো অপরাধ না ঘটে। বিজিবি টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধ করছে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
দিনাজপুর ব্যাটালিয়নের ১৯ প্লাটুনসহ মোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য ৬টি নির্বাচনী আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ৮৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন হয়েছে। ২৯ জানুয়ারি সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি মোতায়েন থাকবে এবং ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রায় দায়িত্ব পালন শুরু হবে। প্রতি উপজেলায় ২–৪ প্লাটুন মোতায়েন থাকবে, পাশাপাশি কিউ-৯ ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে।
লে. কর্ণেল আব্দুল্লাহ আল মঈদ বিজিবি’র সফলতা তুলে ধরে বলেন, গত দুই মাসে ১৭,৫৭,৩৩১ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং ৫৬ জন আসামী আটক হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল তৎপরতা ও জনসচেতনতামূলক সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দিনাজপুর জেলার ৫টি সীমান্তবর্তী উপজেলায় (বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।
এনআই