এইমাত্র
  • নবম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা
  • টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
  • জামায়াত নেতা নিহত হওয়ার পর ঝিনাইগাতীতে ইউএনও–ওসি প্রত্যাহার
  • ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন
  • জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
  • চতুর্থবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’ অধ্যাদেশ ২০২৬ জারি
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বহিষ্কার করে জনস্রোত থামানো যাবে না, লড়াই হবে ভোটের মাঠে

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

    বহিষ্কার করে জনস্রোত থামানো যাবে না, লড়াই হবে ভোটের মাঠে

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ফুটবল’ প্রতীকের পক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ঘিরে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

    বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে দুপুর থেকেই সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুটবল প্রতীক নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সুপার মার্কেট এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

    মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, “দলীয় বহিষ্কার দিয়ে জনস্রোত থামানো যাবে না। জনগণই আমার মূল শক্তি। উপরে আল্লাহ আর নিচে জনগণ—এই দুই শক্তির ওপর ভর করেই আমি রাজনীতি করি। আমাকে বা আমার অনুসারীদের বহিষ্কার করে জনসমর্থন কমানো যাবে না।”

    তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ও মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমালোচনা করে বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় আমার অনুসারী নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কিন্তু নেতা বহিষ্কার করলেই কি মানুষের ভালোবাসা শেষ হয়ে যায়? জনগণের এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।

    প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “শোনা যাচ্ছে ঘরে ঘরে গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসন কারও ব্যক্তিগত সম্পদ নয়। ওয়ারেন্ট ছাড়া যদি সাধারণ মানুষকে হয়রানি করা হয়, তবে মুন্সিগঞ্জের জনগণ তা মেনে নেবে না।”

    প্রয়াত ও অসুস্থ নেতাদের প্রসঙ্গ টেনে মো. মহিউদ্দিন বলেন, “এম শামসুল ইসলাম মারা যাওয়ার পর আপনি তার জানাজায় যাননি। আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ—তাকেও একবার দেখতে যাননি। অথচ তাদের নাম ব্যবহার করে রাজনীতি করছেন; এটি অত্যন্ত দুঃখজনক।”

    তিনি আরও বলেন, “এতই যদি শক্তি থাকে, তবে বহিষ্কারের রাজনীতি ছেড়ে ভোটের মাঠে আসুন। জনগণই চূড়ান্ত রায় দেবে। আমি জয়ী হই বা না হই, আমৃত্যু জনগণের পাশে থাকব। ভয় পাবেন না, ভোটের লড়াইয়ে আমরাই জয়ী হবো—ইনশাআল্লাহ।”

    সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য পদত্যাগকারী নেতা আতাউর হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান, শাহাদাত হোসেন সরকার, মো. মাহবুবুর রহমান খান, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, সাবেক জেলা ছাত্রদল সভাপতি মো. সাইদুর রহমান, ভিপি মো. শাহীন মিয়া, সাবেক যুবদল নেতা মো. মাসুদ রানা, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন মিজি, মো. জন্টু মিজিসহ স্থানীয় নেতাকর্মীরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…