এইমাত্র
  • আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে
  • খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ
  • কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • যুদ্ধের জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে, আবার রাশিয়ার খরচও জোগাচ্ছে ইইউ
  • তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
  • অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
  • সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
  • 'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব
  • টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
  • পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
  • আজ বৃহস্পতিবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

    বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
    ছবি: সংগৃহীত

    গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুকে ধরা দিয়েছেন। বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। বিবাহবার্ষিকীতে রোজার নতুন এই লুক চমকে দিল নেটিজেনদের। তবে, রোজার নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। ধর্মীয় বিশ্বাসের কারণে একসময় গান ও অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই কৌতূহলের শেষ নেই। তার ওপর রোজার সাম্প্রতিক খোলামেলা ছবিগুলো ভাইরাল হতেই সেই আগ্রহ ও সমালোচনা আরও তীব্র হয়েছে।

     সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রোজা আহমেদ সম্প্রতি নতুন লুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন। পোস্ট করার পরপরই ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তাহসান ভক্তদের বড় একটি অংশ রোজার এই নতুন রূপ দেখে বিস্মিত হয়েছেন।

    ইনস্টাগ্রামে রোজার অন্যান্য পোস্টের তুলনায় এসব ছবিতে প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের সংখ্যা কয়েক গুণ বেশি।

    পোস্ট করা ছবিগুলোতে প্রায় দুই লাখের কাছাকাছি লাভ রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে প্রায় দশ হাজারের মতো। তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দিয়েছেন। সেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। ক্যাপশনে রোজা ভালোবাসার ইমোজির সঙ্গে লিখেছেন, ‘পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।’

    ছবিগুলোর মন্তব্য ঘরে যেমন প্রশংসা আছে, তেমনি রয়েছে তীব্র সমালোচনাও। কেউ কেউ রোজার স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। আবার অনেকে তাহসানের ধর্মীয় অবস্থান ও ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে এসব খোলামেলা ছবির সাংঘর্ষিকতা তুলে ধরে প্রশ্ন তুলেছেন। লাস্যময়ী নাকি খোলামেলা- সেই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই।

    বিশেষ করে তাহসান ধর্মীয় কারণে বিনোদন জগৎ থেকে দূরে থাকার কথা বলার পর তার স্ত্রীর এমন উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

    এদিকে পোস্ট করা ছবির মধ্যে রয়েছে তাহসান-রোজার প্রথম বিবাহবার্ষিকীর কিছু মুহূর্তও। পদ্মফুল ও মোমবাতিতে সাজানো কেক, সাদা ক্রিমে ঢাকা অ্যানিভার্সারি কেক ও গোলাপের তোড়া। এসব দেখে অনেক ভক্তই মনে করছেন, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ চমক দিয়েছেন তাহসান।

    গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং একজন সফল উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী।

    তবে প্রশংসা আর সমালোচনার মাঝেই রোজার এই নতুন লুক এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

    প্রসঙ্গত, গত বছরের শেষদিকে নিজেকে শোবিজ থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তাহসান। তিনি মুখে লম্বা দাড়িও রেখেছেন। তাই ধারণা করা হচ্ছে তিনি ধর্মীয় অনুশাসনের জীবনের মনযোগী হয়েই শোবিজ ছেড়েছেন। তবে তাহসান অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত-শ্রোতাদের সামনে লাইভ এক কনসার্টে তিনি বলেন, ‘আস্তে আস্তে সংগীতজীবনের ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই- ‘দূরে তুমি দাঁড়িয়ে’ - এটা দেখতে কেমন লাগে।’

    সেপ্টেম্বরের সেই ঘোষণার পর থেকেই আর গান ও অভিনয়ে দেখা যায়নি তাহসানকে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…