রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রয়েল হোসেন পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রয়েলের শয়নঘর থেকে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া বলে ধারণা করা হচ্ছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রয়েল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত ছিল। সে তার নিজ বাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, গ্রেপ্তার রয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এসআর