এইমাত্র
  • আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে
  • খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ
  • কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • যুদ্ধের জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে, আবার রাশিয়ার খরচও জোগাচ্ছে ইইউ
  • তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
  • অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
  • সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
  • 'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব
  • টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
  • পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
  • আজ বৃহস্পতিবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

    পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

    রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে কেনাবেচার জন্য এসব ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়নি। ফলে বর্তমানে ভবন দুটি গণশৌচাগার এবং মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    পুঠিয়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর ও কার্তিকপাড়া—এই দুটি হাটে উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যে ২০১৮–১৯ ও ২০১৯–২০২০ অর্থবছরে দুটি দুইতলা বিশিষ্ট নতুন মার্কেট ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। কার্তিকপাড়া হাটের জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা এবং সাধনপুর হাটের জন্য ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।

    এদিকে ভূমি মন্ত্রণালয় গত ৬ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে হাটবাজার ব্যবস্থাপনা বিধিমালা–২০২৫ অনুযায়ী অবিলম্বে হাটবাজার ইজারা দেওয়ার জন্য সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সারা দেশেই নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে জনসাধারণ উন্মুক্তভাবে হাটের কাজে এসব ভবন ব্যবহার করতে পারছে না।

    হাট এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় এলাকার মানুষ ভবন দুটি গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন। আর রাত হলেই ভবনগুলো অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়।

    কার্তিকপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ আলিম প্রামাণিক বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইউএনওকে বলেছি, বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মাঝে ঘরগুলো বরাদ্দ দিলে বাজারের উন্নয়ন হতো। কিন্তু এখন পর্যন্ত ভবনের ঘরগুলো বরাদ্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে যে দুটি হাটের ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় হাটবাজার সংশ্লিষ্টদের মাঝে দেওয়া হবে, সে বিষয়ে আমি অবগত নই। তবে ভবন দুটি যেন প্রান্তিক সাধারণ মানুষের উপকারে আসে, সে বিষয়ে সুষ্ঠুভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…