শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ পাঁচ সমন্বয়ক ও তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন: জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকালীন প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস ও মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমানসহ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের পুনর্গঠনের সুস্পষ্ট রূপরেখা রয়েছে। এই যোগদানের ফলে শেরপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আরও শক্তিশালী হবে।”
বিএনপিতে সদ্য যোগদানকারী ফারহান ফুয়াদ তুহিন বলেন, “নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের বিশ্বাস, সেই স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতা তারেক রহমানের রয়েছে। তাই আজ আমরা প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।”
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এনআই