রংপুরের তারাগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে আওয়ামীলীগের সয়ার ইউনিয়নের সাবেক সভাপতি এবং তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সরওয়ারদী আলমকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার সময় উপজেলার সয়ার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সরওয়ারদী আলম সয়ার ইউনিয়নের দীঘলটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বরেন, গ্রেপ্তার হওয়া আওয়ামীলীগের ওই নেতাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হবে।
এসআর