লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির এসএসসি পরীক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
এসময় শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র পূর্বের ন্যায় নিজ বিদ্যালয়ে বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে তারা বিদ্যালয়ে ফিরে যায়।
শিক্ষার্থীরা জানান, বিগত কয়েক বছর ধরে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির শিক্ষার্থীদের পরীক্ষা নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কুমিল্লা বোর্ড আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে। এতে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির পরীক্ষার্থীদের কেন্দ্র ১০ কিলোমিটার দূরে তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে উল্লেখ রয়েছে।
তারা জানান, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা লেখাপড়া করছেন। বোর্ডের নতুন এ সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে দীর্ঘ সময় নষ্ট হবে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বের পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি তাদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন জানান, হঠাৎ করে বোর্ডের এ সিদ্ধান্তের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু সরকারি সিদ্ধান্তের কারণে এ ব্যাপারে তাদের কিছুই করার নেই বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে বাস্তবতার আলোকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, বিষয়টি সুন্দর সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আরডি