নওগাঁর মান্দায় অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুরিয়া বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎসম্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এ ছাড়া যেখানে লাশটি পড়েছিল সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি খুঁটিতে লাগানো তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি ট্রান্সফরমার খুঁটির পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। তবে ট্রান্সফরমারগুলো থেকে কোনো যন্ত্রাংশ চুরি হয়নি। ওই খুঁটি থেকে একটি গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘ফসলি মাঠে ধানের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি যেখানে পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বিদ্যুতের খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার নিচে নামানো ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করার সময় বিদ্যুৎসম্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু থাকতে পারে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্টভাবে বলা যাবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে। লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।’
ইখা