এইমাত্র
  • বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই
  • শেরপুরে ১ সপ্তাহে ৮ টি গরু চুরি
  • হ্যাট্রিক হার দিয়ে সিলেট পর্ব শেষ করল রংপুর
  • জাজিরার বিলাসপুরে ৪৫ ককটেল উদ্ধার, আটক ৪
  • ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান
  • নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
  • ‘অধিকাল ভাতা’ পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে অবস্থান কর্মসূচি
  • মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির
  • গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে
  • ৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচা‌র্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

    বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন০ ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোছা. জান্নাতি আকতার বন্যা ও মো. আল আমিন, কৃষি অনুষদের মোছা মারিয়া খান আঁচল, জুবায়ের আমিন, শাহানা ইসলাম হৃদি, নিহারিকা মোহান্ত ও মোছা. আয়েশা খাতুন, পশুপালন অনুষদের মো. ইশতিয়াক উদ্দীন খান, ফাওজিয়া ফারিহা ও মো. শরীফ হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের উম্মে হানি মৌলি এবং সাদিয়া আফরোজ ইমা।

    বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘যারা আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের সবাইকে শুভকামনা জানাই। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে, উচ্চশিক্ষায় তাদের অগ্রযাত্রাকে সহজ করবে। আমি আশা করবো, তোমরা তোমাদের এই অর্জন ধরে রাখবে এবং সামনে আরও ভালো ফলাফল করবে।’

    উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সংস্থাটি ১৯৮৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে এনইএফ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে, যার মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…