নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নৈহাটি বাজারে ব্রিক্রির উদ্দেশ্যে গরুগুলো আনা হলে পুলিশের রেগুলার চেকিং এর মাধ্যমে গরুগুলো ভারতীয় বলে সন্দেহ হলে পিকআপ ভ্যানসহ গরু ও সাথে থাকা গরুর মালিক আলমগীরকে আটক করে বারহাট্টা থানায় আনা হয়।
আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, চোরাচালান বন্ধ করতে পুলিশের রেগুলার চেকিং এর মাধ্যমে ছয়টি পিকআপ ভ্যানসহ গরু ও গরুর সাথে থাকা একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরুগুলো ভারতীয় বলে নিশ্চিত করেছে গরুর সাথে থাকা মালিক। আটক আলমগীরকে বিশেষ ক্ষমতা আইনের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে এবং ভ্রাম্যমান আদালতের সিদ্ধান্ত অনুযায়ী গরুগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইখা