এইমাত্র
  • বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই
  • শেরপুরে ১ সপ্তাহে ৮ টি গরু চুরি
  • হ্যাট্রিক হার দিয়ে সিলেট পর্ব শেষ করল রংপুর
  • জাজিরার বিলাসপুরে ৪৫ ককটেল উদ্ধার, আটক ৪
  • ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান
  • নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
  • ‘অধিকাল ভাতা’ পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে অবস্থান কর্মসূচি
  • মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির
  • গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে
  • ৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে শিশুছাত্রীকে নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    রায়পুরে শিশুছাত্রীকে নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    লক্ষ্মীপুর জেলার রায়পুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলায় চার মাস পলাতক থাকার পর আবদুর রহিম নামের বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রবিবার (১১ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে নারী ও শিশু আদালতের বিচারক সাদেকুর রহমান কারাগারে প্রেরণ করেন ।

    অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুর রহিম (৪০) উপজেলার চরমোহনা ইউপির চরমোহড়া গ্রামের মৃত সেকান্তর বেপারীর ছেলে।

    এ ছাড়া তিনি রায়পুর ইউপির চালতাতুলি এলাকার বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক। তিনি বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

    জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে রায়পুর ইউপি উত্তর রায়পুর গ্রামে প্রধান শিক্ষক তার বাসায় তারই বিদ্যালয়ের শিশুছাত্রীকে যৌন হয়রানি করেন। পরে রাতেই ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় যৌন নিপীড়নের মামলা করেন।

    পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, ওইদিন বিকালে প্রধান শিক্ষক আবদুর রহিম তার কক্ষে ওই ছাত্রীসহ তার ভাইকে প্রাইভেট পড়াচ্ছিলেন। প্রাইভেটের মাঝখানে ভাইকে দোকান থেকে চিপস আনতে পাঠিয়ে ছাত্রীকে যৌন হয়রানি করেন। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে এবং মায়ের কাছে বিষয়টি খুলে বলে। ঘটনাটি তার মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চান এবং রাতে রায়পুর থানায় প্রধান শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    এদিকে, অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবদুর রহিম মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের পূর্বের পারিবারিক বিরোধ রয়েছে। আমি স্থানীয় কয়েকজন লোকেদের ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি নির্দোষ।’

    অপরদিকে আবদুর রহিমের স্ত্রী দাবি করে বলেন, ‘আমার স্বামী এ রকম নয়। ৫ বছর ধরে আমি সংসার করছি। তার মধ্যে এরকম কখনো কোন খারাপ কিছু দেখতে পাইনি।’

    রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, ‘শুনেছি অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুর রহিম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠান। ঘটনার পরের রাতে আবদুর রহিমের বিরুদ্ধে শিশুছাত্রীর মা থানায় এসে মামলা করেন। ইতোমধ্যে মামলাটির চার্জশিটও দেওয়া হয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…