খাগড়াছড়িতে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
এনসিপি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে এই বিশাল বহর বিএনপিতে শামিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। নবাগত নেতা-কর্মীরা তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে বিপ্লব ত্রিপুরা এনসিপি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দাঁড়িপাল্লায় মাপে কম আছে। পাহাড়ি জাতিগোষ্ঠী দাঁড়িপাল্লার এসব মারপ্যাঁচ বোঝে না। বিশেষ করে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট আমরা মেনে নিতে পারিনি।
বিপ্লব ত্রিপুরা আরও বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট আমরা মানতে পারিনি। তাই জেলা কমিটি, দীঘিনালা ও সদর উপজেলা কমিটির বিভিন্ন পদ থেকে ২১ জন পদত্যাগ করে ৩ শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করছি। পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে আগামীতে বিএনপির সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সদ্য যোগদানকারীরা।
এফএস