বরিশাল জেলার বানারীপাড়ায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে বরিশাল পরিবেশ অধিদপ্তর ও বানারীপাড়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদবাড়ি এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রূপা ব্রিকস, মেসার্স সাবা ব্রিকস ও তালুকদার ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ।
এনআই