রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর যৌথ অভিযানে ওই জমি উদ্ধার করা হয়।
উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে দীর্ঘদিন ধরে প্রায় ১.৫০ একর সরকারি জমিতে অবৈধ দখলদাররা ৫০টিরও বেশি স্থাপনা ও দোকান নির্মাণ করে দখল করে রেখেছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেসব জায়গা দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জানানো হয়েছে।
রাজশাহী অঞ্চলের মধ্যে আম ও কাঁচামালের জন্য বানেশ্বর বাজারটি একটি বড় বাজার হিসেবে পরিচিত। সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় হাটে আসা কৃষকরা বিভিন্ন পণ্য নিয়ে নাটোর–রাজশাহী মহাসড়কের ওপর হাট বসাতে বাধ্য হচ্ছিলেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। এসব বিষয়কে বিবেচনায় রেখেই মূলত অভিযানটি পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী ঝলমলিয়া নামের আরেকটি হাট রাস্তার ওপর বসায় দুর্ঘটনায় প্রায় পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।
অভিযান প্রসঙ্গে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় দেড় মাস আগে থেকেই মাইকিং করে দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া গতকালও মাইকিং করা হয়। সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার ওপর হাট বসছিল, ফলে দুর্ঘটনা ও যানজট বানেশ্বর হাটে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিযানের ফলে কৃষকরা এখন থেকে আর রাস্তায় বসে পণ্য বিক্রি করতে হবে না। তারা সরকারি জায়গায় হাট বসাতে পারবেন, এতে সাধারণ মানুষেরও উপকার হবে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় একশ কোটি টাকা। পর্যায়ক্রমে উপজেলায় অবস্থিত সব সরকারি জায়গা ও জমি উদ্ধার করা হবে।
এনআই