জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ জানুয়ারি) বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই অভিযান দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায় পরিচালিত হয়। এসময় একটি ১৫০ সিসির অ্যাপাচি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
আটক তাজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকার তজব আলীর ছেলে। স্থানীয় সাংবাদিকরা জানায়, তিনি সাবেক সেনা সদস্য।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ বিজিবির অধীনস্থ হাটখোলা বিওপির একটি টহল দল পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহজনক মোটরসাইকেল লক্ষ্য করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
এনআই