এইমাত্র
  • ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
  • ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
  • বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই
  • শেরপুরে ১ সপ্তাহে ৮ টি গরু চুরি
  • হ্যাট্রিক হার দিয়ে সিলেট পর্ব শেষ করল রংপুর
  • জাজিরার বিলাসপুরে ৪৫ ককটেল উদ্ধার, আটক ৪
  • ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান
  • নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
  • ‘অধিকাল ভাতা’ পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে অবস্থান কর্মসূচি
  • মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

    মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

    মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ওই দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। 

    সোমবার ( ১২ জানুয়ারি) দুপরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম চিকিৎসারত ভুক্তভেঅগী ওই মেয়েটির সঙ্গে কথা বলেন। আটক আনসার সদস্যরা হলেন- শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ। 

    জানা গেছে, রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন । এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যান।

    এরপর হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যান। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষন করেন। 

    পরে ভুক্তভোগী মেয়েটি নিচ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। 

    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

    এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, ‘বাদীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।’

    জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সহকারী কমান্ডার অভিযোগের বিষয়টি শিকার করে বলেন, ‘আমরা বিষয়টি উপরের স্যারদের জানিয়েছি। অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে।’

    সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…