বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হট ফেভারিট তকমা নিয়েই এবারের মৌসুম শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে হুট করেই যেন দৈন্যদশা ভর করেছে দলটিকে। টানা দুই হারের পর এবার সিলেট টাইটান্সের বিপক্ষেও বড় সংগ্রহ পায়নি দলটি। নির্ধারিত ২০ ওভারের আগেই মাত্র ১১৪ রানে অল আউট হয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মঈন আলীর করা প্রথম ওভারে আসেনি কোনো রান। পরের ওভারের চতুর্থ বলে কাইল মেয়ার্স যখন সাজঘরে, তখনও দলের রানের খাতা শূন্য।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন লিটন দাস। তবে চারটি চার হাঁকিয়ে ১২ বলে ২২ রান করে তিনিও বিদায় নেন। খুশদিল শাহ ২৪ বলে করেন ৩০ রান, আর ইফতিখার আহমেদ ২০ বলে ১৭। এরপরই ব্যাটিং ধস।
এরপর একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৪ বলে ২৯ রান করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় তার সেই চেষ্টাও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স।
সিলেটের পক্ষে নাসুম আহমেদ ১৯ ও শহিদুল ইসলাম ৩৬ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন। মাত্র ৮ রান দিয়ে জোড়া উইকেট পান মঈন আলী। মেহেদী হাসান মিরাজ ২ ওভার বল করে খরচ করেন ১৫ রান।
আরডি