সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সাবেক সাংসদ মেজর (অব.) মনজুর কাদেরের বিরুদ্ধে ঝুঁকি লোনের অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানিুয়ারি) সকালে চৌহালী উপজেলা বিএনপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভিপি, সহসভাপতি বকুল সিকদার, সহসভাপতি শহিদ তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদের মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্যে মো. জাহিদ মোল্লা ও ক্বারী ময়নুল ইসলাম অভিযোগ করেন, সাবেক সাংসদ মেজর (অব.) মনজুর কাদের চৌহালী উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের নামে ঝুঁকি লোন গ্রহণ করে সেই অর্থ আত্মসাৎ করেছেন। তারা বলেন, “এই টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। এতে নেতাকর্মীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
এ সময় তারা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসাৎ করা অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান।
ইখা