অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হওয়ায় দেশে খুন ও সহিংসতার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে জনসভার প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, “যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের বহু কাঙ্ক্ষিত নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণ আবারও গণবিপ্লবের পথে নামতে বাধ্য হবে। প্রয়োজনে আরেকটি জুলাই অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রয়োজন, তা তৈরিতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। এর জ্বলন্ত উদাহরণ হিসেবে তিনি শেরপুরে প্রশাসনের সামনে জামায়াতের এক নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন।
তার অভিযোগ, সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারায় দেশের বিভিন্ন স্থানে খুন, হামলা ও সহিংসতার মতো ঘটনা ঘটছে, যা নির্বাচন পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।
পরিদর্শনকালে তিনি সীতাকুণ্ডে অনুষ্ঠিতব্য জনসভার সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, প্রচারণার কর্মসূচি অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) কক্সবাজার ও চট্টগ্রামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় জামায়াতের আমির হেলিকপ্টারে করে ওইদিন দুপুর ২টায় সীতাকুণ্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আবদুল জব্বার, জেলা সাবেক আমির ও শুরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ তাহের, পৌরসভা আমির হাফেজ মোহাম্মদ আলী আকবর, পৌর সেক্রেটারি জুয়েল, উপজেলা মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও চট্টগ্রাম-৪ আসনের প্রচার ও মিডিয়া প্রধান মিসবাহুল আলম রাসেল, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাইনুদ্দিন রায়হান, মুরাদপুর ইউনিয়ন আমির শহীদুল ইসলাম, ছাত্রশিবির উত্তর জেলা অফিস সম্পাদক তানভিরুল ইসলাম, সাবেক কমিশনার রেহান উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইখা