কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে টেঁটার আঘাতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাহমুদুর রহমান কামাল (৫৫) ও তাঁর ছেলে কাকন (১৮)। মাহমুদুর রহমান কামাল আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান কামালের সঙ্গে তাঁর বড় ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি ও দোকান সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জালাল উদ্দিন ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তাঁর ছেলে কাকনের হাতে টেঁটার আঘাত লাগে। এতে দুজনই মারাত্মকভাবে আহত হন।
এ বিষয়ে বড় ভাই জালাল উদ্দিন বলেন, প্রায় ১৭ বছর ধরে জমি ও দোকান নিয়ে বিরোধ চলছে। পিতার জীবদ্দশায় জমি বণ্টন করে দেওয়া হলেও তাঁর অভিযোগ, কামাল মেম্বার জোরপূর্বক তাঁর জমি দখল করে আসছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। আত্মরক্ষার্থে পাল্টা আঘাতের সময় প্রতিপক্ষ আহত হতে পারে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে আহত মাহমুদুর রহমান কামাল বলেন, “আমরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছি। এতে আমি ও আমার ছেলে গুরুতর আহত হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনিক জানান, টেঁটার আঘাতে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় দুজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইখা