এইমাত্র
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’ অধ্যাদেশ ২০২৬ জারি
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত নিজেকে প্রস্তুত করছে: নরেন্দ্র মোদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

    বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত নিজেকে প্রস্তুত করছে: নরেন্দ্র মোদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
    সংগৃহীত ছবি

    বিমান চলাচল থেকে পরিবেশবান্ধব জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন থেকে বৈশ্বিক সংযোগ—সব ক্ষেত্রেই নেতৃত্বের পথে ভারত এগোচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪০০-এর বেশি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার ঘোষণা দিয়ে তিনি বলেন, আকাশপথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির মাধ্যমে নিজেকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে ভারত।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উইংস ইন্ডিয়া ২০২৬ এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন। ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪০০টিরও বেশি বিমানবন্দর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে সরকার। একইসঙ্গে তিনি জানান, আকাশপথে ভ্রমণকে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী করে তোলাই সরকারের লক্ষ্য।

    নরেন্দ্র মোদি আরও বলেন, ভারতে বিমানযাত্রা আর কেবল বিশেষ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সবার জন্য উন্মুক্ত হচ্ছে। এই লক্ষ্যেই টিয়ার–২ ও টিয়ার–৩ শহরগুলোতে বিমানবন্দর স্থাপন করে সেগুলোকে সংযুক্ত করা হয়েছে।

    তিনি বলেন, ২০১৪ সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল মাত্র ৭০টি। বর্তমানে তা বেড়ে ১৬০টির বেশি হয়েছে। এর পাশাপাশি দেশে ১০০টিরও বেশি এয়ারড্রোম সক্রিয় করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় বিমানযাত্রার বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে।

    মোদি বলেন, সরকারের হিসাব অনুযায়ী ২০৪৭ সালের মধ্যে ভারতের বিমানবন্দর সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। আর এটি দেশের জন্য এক বিশাল বিমান যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করবে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের পরবর্তী ধাপেও কাজ চলছে, যা আঞ্চলিক ও স্বল্পমূল্যের বিমান সংযোগ আরও শক্তিশালী করবে।

    তিনি বলেন, ভারত ধীরে ধীরে ‘গ্লোবাল সাউথ’-কে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটি প্রধান এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। পাশাপাশি বিশ্বে পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দেয়ার লক্ষ্যে টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনেও নিজেকে প্রস্তুত করছে ভারত।

    উন্নত প্রযুক্তির দিকে অগ্রযাত্রার কথা উল্লেখ করে মোদি বলেন, ভারত ইতোমধ্যেই বিমানের যন্ত্রাংশ উৎপাদন ও সরবরাহে বড় ভূমিকা রাখছে। দেশেই সামরিক ও পরিবহন বিমান তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান উৎপাদনেও অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক আকাশপথে ভারতের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ ফিডার নেটওয়ার্ক এবং ভবিষ্যতে দীর্ঘপাল্লার বহর সম্প্রসারণ— এই সবকিছুই ভারতের বড় শক্তি।

    মোদি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ভারতে নকশা ও উৎপাদিত ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান পুরো এভিয়েশন খাতে নতুন দিক নির্দেশনা দেবে। এই প্রযুক্তি ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হবে বলেও তিনি দাবি করেন।

    তিনি আরও বলেন, টেকসই এভিয়েশন ফুয়েল নিয়ে বড় পরিসরে কাজ চলছে এবং আগামী কয়েক বছরের মধ্যেই ভারত পরিবেশবান্ধব বিমান জ্বালানির অন্যতম বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হবে। এর ফলে ভারত গ্লোবাল সাউথ ও বিশ্বের বাকি অংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগের প্রবেশদ্বার হয়ে উঠবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…