এইমাত্র
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’ অধ্যাদেশ ২০২৬ জারি
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হোমনায় নির্বাচনী সহিংসতায় বিএনপির ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

    হোমনায় নির্বাচনী সহিংসতায় বিএনপির ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

    কুমিল্লার হোমনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১৫ জন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি) রাতে হোমনা থানায় মামলাটি দায়ের করেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান  জহিরুল হক জহর।

    জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে  কুমিল্লা-২ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী  সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কর্মী সমর্থকদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক  সদস্য ও  সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে  শ্রীমদ্দি গ্রামের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল জলিল সাহেবের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা পুরাতন বাস স্ট্যান্ডে ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার কর্মী সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

    এ সময় সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক (জহর) এর গাড়ি ভাংচুর হয় এবং অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় পরদিন ২৩ জানুয়ারি জহিরুল হক জহর ২১৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

    হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোমনায় এর আগে কোনো মামলা হয়নি। এটি এই এলাকার প্রথম নির্বাচনী মামলা। তিনি আরও বলেন, হোমনার মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা যাতে না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…