এইমাত্র
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’
  • চৌহালীতে সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ‘বয়কট’ গুঞ্জনের মধ্যে কলম্বোর আগাম টিকিট কেটেছে পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    ‘বয়কট’ গুঞ্জনের মধ্যে কলম্বোর আগাম টিকিট কেটেছে পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় কমলেও টুর্নামেন্ট ঘিরে আলোচনা থামছে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর গুঞ্জন ছড়িয়েছিল, প্রতিবাদস্বরূপ পাকিস্তানও নাকি টুর্নামেন্ট বর্জনের কথা ভাবছে। তবে সেই গুঞ্জনের মাঝেই ভিন্ন তথ্য পাওয়া গেছে।

    টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান। বরং টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে সালমান আলী আগা ও শাহিন শাহ আফ্রিদিসহ জাতীয় দলের ক্রিকেটারদের। এরইমধ্যে বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কায় যাওয়ার জন্য ক্রিকেটারদের বিমানের টিকিটও আগাম কাটা হয়েছে।

    বিশ্বকাপের আগে পাকিস্তান নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচটি আজ বিকেল পাঁচটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচ হবে আগামী ১ ফেব্রুয়ারি। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে পাকিস্তান দলের।

    ভারতে খেলতে যেতে অনিচ্ছা প্রকাশ করায় বাংলাদেশকে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের জায়গায় ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। আইসিসির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

    বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। পিসিবি সূত্রের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হতে পারে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা পাকিস্তানের। বিশ্বকাপে তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

    আরডি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…