কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় সাড়ে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাতে শিমুলবাড়ী বিওপির সদস্যরা উপজেলার সীমান্তঘেঁষা তালুক শিমুলবাড়ী এলাকায় বিশেষ অভিযান কালীন সময়ে কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা গাঁজার পটলা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে সেখানে তল্লাশী করে ভারতীয় ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজার দুইটি পটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
এসআর