এইমাত্র
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’
  • চৌহালীতে সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় চরাঞ্চলের খামারিরা পেলেন ১ হাজার ৩৬৫টি হাঁস

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

    আলফাডাঙ্গায় চরাঞ্চলের খামারিরা পেলেন ১ হাজার ৩৬৫টি হাঁস

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৫ জন খামারির মধ্যে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এসব হাঁস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ।

    প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে এম আসজাদ বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের মানুষের আয় বাড়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে। স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থান গড়ে তোলার এই সুযোগ পরিবারগুলোকে টেকসই স্বাবলম্বিতার পথে এগিয়ে নেবে।’

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ৬৫ জন সুফলভোগীর প্রত্যেককে ২১টি করে মোট ১ হাজার ৩৬৫টি হাঁস দেওয়া হয়েছে। এ ছাড়া হাঁস পালনের জন্য প্রতিটি পরিবারকে ঘর নির্মাণে ৮ হাজার ৮০০ টাকা এবং তিন মাসের দানাদার খাদ্যও সরবরাহ করা হয়েছে।

    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার টগরবন্দ, গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত ১ হাজার ৮৪৮ জন দরিদ্র নারী-পুরুষকে পর্যায়ক্রমে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি দেওয়া হবে।

    হাঁস পেয়ে আনন্দ প্রকাশ করে টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামের উপকারভোগী সালেহা বেগম বলেন, ‘চরাঞ্চলে আমাদের কষ্টের শেষ নেই। ২১টি হাঁস ও খাবার পেয়ে খুব উপকার হয়েছে। এখন ঘরে বসেই হাঁস পালন করে সংসারে স্বচ্ছলতা আনতে পারব।’

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম এবং টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…