এইমাত্র
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’
  • চৌহালীতে সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    শেখ হাসিনা-আসাদুজ্জামানসহ ৫জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

    শেখ হাসিনা-আসাদুজ্জামানসহ ৫জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৫ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

    আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

    এদিন সকালে ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লাসহ মামলায় আরও ছয় আসামি রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার রয়েছে- এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসীম উদ্দীন মোল্লা।

    মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে সোয়াত ও সিটিটিসি টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই হত্যাকাণ্ড জঙ্গি হত্যার নামে প্রচার করা হয়।

    ওই সময় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নাটক সাজান। নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ছিলেন। রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুলি করে হত্যা করা হয়।

    অভিযোগে প্রসিকিউশন আরও উল্লেখ করে, সেসময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ হিসেবে পরিচয় দিয়ে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…